আজকের শিরোনাম :

কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০০:৪৭

সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার। ফলে আবারও শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পণ্যটি।

পেঁয়াজের দাম না কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম আর পচা বলেই দাম বেড়েছে।

অন্যদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি জানায়, বর্তমানে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অভিযান না থাকায় বড় ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতি পাল্লা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চারশ পঁচাত্তর থেকে পাঁচশ টাকা দরে। সে হিসেবে পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৯৬ থেকে একশ পাঁচ টাকা। বার্মিজ পেঁয়াজ ৮৫ টাকা আর মিশরের পেঁয়াজ প্রতি কেজি ৮৪ টাকা। খুচরা বাজারে ভোক্তাদের কেজি প্রতি পেঁয়াজের জন্য পাঁচ থেকে ১০ টাকা বাড়তি গুণতে হচ্ছে।

মিয়ানমার থেকে আমদানি করা বেশিরভাগ পেঁয়াজই পচা, এবার দাম বাড়ানোর পেছনে এমন অজুহাত দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা।

পেঁয়াজের দাম আরেক দফা বাড়ানোয় ক্রেতারা একদিকে যেমন ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ, তেমনি হতাশ বাজার মনিটরিং টিমের কার্যক্রম নিয়ে।

সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি প্রতিদিন রাজধানীতে ৩৫টি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছে। ৬০ থেকে ৬২টি স্পটে প্রতিটি ট্রাকে দিনে এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে তা খোলা বাজারের দামে কোনো প্রভাব ফেলতে পারছে না।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ