আজকের শিরোনাম :

দারাজকে কিনে নিল আলীবাবা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ১৯:০৩ | আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:০৯

ঢাকা, ০৮ মে, এবিনিউজ : ই-কমার্স কোম্পানি দারাজ ডট কমকে কিনে নিয়েছে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা। এই চুক্তির ফলে দারাজ এখন আলীবাবার দ্বারা পরিচালিত হবে। আজ মঙ্গলবার দারাজ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ ডট কম ২০১২ সালে কার্যক্রম শুরু করে । বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা ও নেপালে দারাজ ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দারাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দারাজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীবাবা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত হলেও দারাজের ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে না।

দারাজের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ার্কে মিক্কেলসেন বলেন, এ চুক্তির ফলে আলীবাবা পরিবারে জায়গা করে নিল দারাজ।

দারাজের আরেক সহপ্রধান নির্বাহী কর্মকর্তা জনাথন ডোয়ার বলেন, ‘আলীবাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এ অঞ্চলের উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার জন্য প্রস্তুত। প্রতিশ্রুতিমোতাবেক গ্রাহকদের কাছে সেরা পণ্যগুলো খুব সহজেই পৌঁছে দিতে পারব।’

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ