আজকের শিরোনাম :

দেশে বেকার লোকের সংখ্যা ২৭ লাখ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ১৭:২৯

ঢাকা, ১১ জুন, এবিনিউজ : লেবার ফোর্স সার্ভে ২০১০-১৭ অনুযায়ী দেশে কর্মে নিয়োজিত লোকের সংখ্যা ৬ কোটি ৮০ লাখ এবং বেকারের সংখ্যা ২৭ লাখ। জনশক্তির বাইরে অবস্থান করছেন অর্থাৎ যারা কোনও অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত নন, তাদের সংখ্যা প্রায় ৪৬ লাখ।

আজ সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তথ্যানুযায়ী, দেশে ১ থেকে ১৫ বছর পর্যন্ত জনগণের সংখ্যা ৩০ দশমিক ৮ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর পর্যন্ত সংখ্যা ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ ঊর্ধ্ব জনসংখ্যা রয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। আর বাংলাদেশে প্রতিবন্ধী লোকের সংখ্যার হার দশমিক ৯০ শতাংশ এবং এর মধ্যে পুরুষ দশমিক ৯৮ শতাংশ ও নারী দশমিক ৮৩ শতাংশ।

মন্ত্রী জানান, কর্মে অক্ষম সংখ্যা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো নির্ণয় করে না। সরকারি দলের অপর সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় (২০১৭-১৮) এক হাজার ৭৫২ মার্কিন ডলার।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ