আজকের শিরোনাম :

বিএমসটেক দেশগুলোর মধ্যে নৌপথে পণ্য পরিবহণ চুক্তির খসড়া অনুমোদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০১৮, ১৮:৩১

ঢাকা, ০৭ মে, এবিনিউজ : বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিমসটেকভুক্ত ৭টি দেশের মধ্যে নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ করতে চুক্তির খসড়া অনুমোদন করেছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

‘বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন) সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সম্পাদনের লক্ষ্যে এগ্রিমেন্ট অন কোস্টাল শিপিং’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। শফিউল আলম বলেন, এটি খুবই ছোট চুক্তি। ৭টি দেশই এই খসড়ায় একমত হয়েছে। বাংলাদেশ এটাতে সম্মতি দিয়েছে।

তিনি বলেন, বিমসটেক সদস্যভুক্ত ৭টি দেশের মধ্যে স্বাক্ষরের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন নেয়া হয়েছে। এটা হলে এই ৭ দেশের মধ্যে নৌ যোগাযোগ, বিশেষ করে পণ্য সামগ্রী নৌপথে বহন সহজতর হবে।

১৯৯৭ সালের ৬ জুন এই জোট গঠিত হয়। বর্তমানে বিমসটেকের সদস্যরা হলো- বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ