আজকের শিরোনাম :

৪ দিন পর ব্যাংক খুলেছে আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ১১:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে উপলক্ষে গত ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ৪ দিন দেশের সব ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার বন্ধ ছিল। ছুটি শেষে আজ ১ জানুয়ারি মঙ্গলবার খুলেছে এসব প্রতিষ্ঠান।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দেশে সাধারণ ছুটি ছিল। এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। ওই দুইদিন সাপ্তাহিক সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এ ছাড়া ৩১ ডিসেম্বর দেশের ব্যাংকগুলো ‘ব্যাংক হলিডে’ পালন করে। ওইদিন সব ব্যাংকে লেনদেন বন্ধ ছিল। এ হিসেবে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ৪ দিন দেশের কোনো ব্যাংকেই লেনদেন হয়নি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ