আজকের শিরোনাম :

৩ প্রকল্পে এডিবি-বিশ্বব্যাংকের ৭ হাজার কোটি টাকার ঋণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ১৯:৪৮

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবায় এবং উপকূলয়ীয় ও সামুদ্রিক মৎস্য আহরণ এই তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ৮৫ কোটি ডলার (প্রায় ৭ হাজার কোটি টাকা) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগর এনইসিতে এডিবি ও বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে এই ঋণচুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব কাজী শফিকুল আযম।

মোট ৮৫ কোটি ডলার ঋণের মধ্যে দুই প্রকল্পে ৬১ কোটি ডলার ঋণ দেয় এডিবি। আর একটি প্রকল্পে ২৪ কোটি ডলার ঋণ দেয় বিশ্বব্যাংক।

এই ঋণের উপর বার্ষিক সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে ঋণ পরিশোধযোগ্য।

‘আরবান হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি’ প্রকল্পে ১১ কোটি ডলার ঋণ দেয় এডিবি। প্রকল্পের আওতায় মেডিকেল অফিস যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন, আবসাবপত্র কেনা হবে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করা হবে এই প্রকল্পের আওতায়।

এছাড়া ‘ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ আওতায় ৫০ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি। সবার জন্য শিক্ষা ও শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করা হবে এই প্রকল্পের আওতায়। প্রাথমিক শিক্ষায় সার্বজনীন শিক্ষা নিশ্চিতের মাধ্যমে বৈষম্য কমানো হবে।

অন্যদিকে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের আওতায় ২৪ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের মাধ্যমে চিংড়ি, তলদেশীয় ও ভাসমান প্রজাতির মাছের নিরূপণ জোরদার করা হবে।

বাগদা চিংড়ির উৎপাদনশীলতা বৃদ্ধিসহ সামুদ্রিক মাছ আহরণে জোর এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা হবে প্রকল্পের মাধ্যমে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ