আজকের শিরোনাম :

প্রবৃদ্ধি ৭.১ শতাংশ হবে : আইএমএফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮, ১৫:২৪

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৭ দশমিক ১ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ইন্দোনেশিয়ার বালিতে আজ মঙ্গলবার বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভা চলাকালে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে গত ২ অক্টোবর বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়। বিশ্বব্যাংকের সঙ্গে আজ কাছাকাছি পূর্বাভাস জানাল আইএমএফ।

তবে এ প্রবৃদ্ধি আরেকটি দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি সাড়ে ৭ শতাংশ এবং সরকারের ৭ দশমিক ৮ শতাংশ প্রাক্কলিত প্রবৃদ্ধি থেকে অনেক কম।

আইএমএফের হিসাবে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৮ শতাংশ ও আগামী বছর ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাবে।

তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসায় নীতি নিয়ে উত্তেজনা ও আমদানি শুল্ক আরোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রসস্ত হবে বলে আইএমএফের পূর্বাভাস বলছে।

সংস্থাটির হিসাবে, ২০১৮ ও ২-১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ, যা আগে ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে জানানো হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ