আজকের শিরোনাম :

সূচকের বড় পতনের কবলে ঢাকার পুঁজিবাজার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৮:২৫

সূচকের বড় পতনের কবলে টালমাটাল হয়ে পড়েছে ঢাকার পুঁজিবাজার। প্রধান সূচক নেমে গেছে ৭ হাজার পয়েন্টের নিচে। দিনশেষে ১২০ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার সকালে লেনদেন শুরুর পর থেকে পয়েন্ট হারাতে শুরু করে শেয়ারবাজার। সূচক নেমে যায় ৭ হাজার পয়েন্টের নিচে। তারপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, সেটি দিনশেষে সম্ভব হয়নি। সূচকের পতনের সঙ্গে লেনদেনও চলে ধীরগতিতে। দিনশেষে লেনদেন হয়েছে এক হাজার ৪৬৮ কোটির টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দর কমেছে ৩০৭টি কোম্পানির। বিপরীতে দর বেড়েছে মাত্র ৪৭টি কোম্পানির।

ডিএসই'তে সোমবার লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ, ব্যাটবিসি, স্কয়ার ফার্মাসহ আরো কিছু কোম্পানি।

গতকাল শেয়ারবাজারে একক কোম্পানি হিসেবে রেকর্ড লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন বেক্সিমকোর ৩৪২ কোটি টাকার লেনদেন হয়। যা ছিলো ডিএসই'র মোট লেনদেনের সোয়া ২৩ শতাংশ। আজ শেয়ারটির দাম ১৬৭ টাকা ৭০ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ১৬০ টাকা ৪০ পয়সায়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ