আজকের শিরোনাম :

১০ বছরে বেপজার অধীনে বিনিয়োগ ৩ গুণ বেড়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ২০:২৮

সরকারের গৃহীত বিভিন্ন বিনিয়োগ-বান্ধব উদ্যোগের কারণে গত ১০ বছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা)’র অধীনে বিনিয়োগ প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

বেপজা সূত্র জানায়, চলতি বছরের আগস্ট নাগাদ বিনিয়োগ প্রবাহ বেড়ে ৪,৭২ কোটি ৪৯ লাক ২০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৮ সালের ডিসেম্বরে ছিল ১৫০ কোটি ৯১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বেপজার মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর বাসসকে বলেন, ‘বেপজার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে গত কয়েক বছরে দেশের ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)-এ বিনিয়োগ প্রবাহে ঊর্ধ¦মুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। দেশের আটটি ইপিজেডের ৪৭২টি শিল্প প্রতিষ্ঠান রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টির দিক থেকেও ভালো করেছে। গত ১০ বছরে রপ্তানি বেড়েছে আড়াই গুণ আর কর্মসংস্থান বেড়েছে দুই গুণ।

বেপজা কর্মকর্তারা জানান, ২০১৮ সালের আগস্টে দেশের ইপিজেডগুরৈার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫০২২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার, যা ২০০৮ সালের ডিসেম্বরে ছিল ১৭৫৯ কোটি ৮২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়া ইপিজেডগুলোর শিল্প প্রতিষ্ঠানগুলো এ সময়ে প্রায় তিন লাখ বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছে।

বেপজা মহাব্যবস্থাপক নাজমা বলেন, বেপজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ অর্জনে এগিয়ে চলেছে। বিশেষ করে শিল্পায়নের মাধ্যমে দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বেগবান করতে সরকার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘খোলা দ্বার নীতি’ গ্রহণ করেছে।

সরকারি পরিসংখ্যান থেকে দেখা যায় ২০১৮ সালের জুনে বিনিয়োগ দাঁড়িয়েছে চট্টগ্রাম ইপিজেডে ১৬৪ কোটি ৩০ লাখ ২০ হাজার, ঢাকা ইপিজেডে ১৩৬ কোটি ৮ লাখ ১০ হাজার, কুমিল্লা ইপিজেডে ৩১ কোটি ৫৫ লাখ ১০ হাজার, মংলা ইপিজেডে পাঁচ কোটি ৯০ লাখ ১০ হাজার, উত্তরা ইপিজেডে ১৫ কোটি ৯০ লাখ, ঈশ্বরদি ইপিজেডে ১৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার, আদমজি ইপিজেডে ৪৭ কোটি ১৭ লাখ ও কর্ণফুলি ইপিজেডে ৫৩ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাসস।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ