নিত্যপণ্যের মূল্য বাড়ছে তো বাড়ছেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১৮:৩৯

রাজধানীর পাইকারি বাজারে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। তবে খুচরায় বিক্রি হচ্ছে আগের দামেই। এদিকে, আবারও বেড়েছে সয়াবিন তেলের দর। সরকারি দামে লোকসান হওয়ায় চিনি বিক্রি বন্ধ করে দিয়েছেন দোকানিরা। চড়া ডাল, আটাসহ প্রয়োজনীয় সব নিত্যপণ্য।

রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫৫ থেকে ৫৮ টাকা কেজি। আর ভালো মানের পাবনার দেশি পেঁয়াজের দর ৬২ টাকা। পাইকারি বিক্রেতারা জানান, হঠাৎ দাম কমায় লোকসান গুনতে হচ্ছে এখন।

এদিকে, আবারও বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। ভালো মানের খোলা সয়াবিন ১৪৮/১৫০ টাকা কেজি। আর পাম্প তেল ১৩৮/১৪০ টাকা কেজি পাইকারিতেই।

বিক্রেতারা জানান, কোম্পানিগুলো এর মধ্যে বোতলজাত সয়াবিন তেলে দামও বাড়িয়েছে লিটারে ৭ টাকা।

চিনির লাগাম টানতে শুল্ক কমানোর ঘোষণা এলেও তার কোন প্রভাব নেই বাজারে। বাড়তি দরে কিনে সরকারি দামে বিক্রিতে হয় লোকসান তাই চিনি বিক্রিই বন্ধ করে দিয়েছেন দোকানিরা। এছাড়া চড়া ডাল ও আটা ময়দার দামও।

পাইকারির দ্রব্যমূল্যের উত্তাপ খুচরায় আরো বেশি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫/৭০ আর খোলা চিনি ৮০ টাকা কেজি।

শীতের আগাম সবজির দামও চড়া। তবে কিছু স্বস্তি আছে কেবল আলুতে। বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি।

তাছাড়া বাজারে মাছ, ডিম, মুরগি, গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের চড়া দামেই।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ