আজকের শিরোনাম :

দেশে প্রতিবছর পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে: অর্থমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮, ২০:১২

প্রতিবছর দেশে গড়ে ৫ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার রাজধানীর আরামবাগে নটরডেম বিশ্ববিদ্যলয় বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম এ মুহিত বলেন, বাংলাদেশকে ধীরে ধীরে মধ্যম আয়ের ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। আর এ পরিকল্পনা অন্তর্ভূক্তিমূলক। যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশে প্রতিবছর পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সেবা ও উৎপাদনশীল খাতকে বহুমুখীকরনের পরিকল্পনা করা হচ্ছে। এতে করে প্রতি বছর নতুন কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দারিদ্রের হার ক্রমাগতভাবে কমে আসবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, এখন বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের হার ৭ শতাংশের উপরে। নিম্ন উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি আমরা। আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো।

নবীনদের মাঝে অর্থনৈতিক উন্নয়নের চেতনা জাগ্রত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে নটরডেম বিশ্ববিদ্যালয়। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মো. আজিজুর রহমান।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ