প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ২০:১৫

চলতি অর্থবছরে (২০১৮-২০১৯) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে, এই প্রবৃদ্ধির সুফল কারা পাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। বিশ্বব্যাংকের এ পূর্বাভাস গত অর্থবছরের প্রবৃদ্ধির চেয়ে সামান্য বেশি।

তবে এই প্রবৃদ্ধির সুফল আসলে কারা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন আছে বলে জানায় সংস্থাটি।

সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি জানিয়েছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে।

বিশ্বব্যাংক বলেছে, সরকারের গৃহীত বিভিন্ন মেগা প্রজেক্টের গুণগত মান ও খরচ নিয়ে প্রশ্ন রয়েছে। ভবিষ্যতে এসব প্রকল্প থেকে কী ধরনের অর্থনৈতিক সুফল আসবে, তা নিয়ে চূড়ান্ত কোনো হিসাব এখনও করা হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ