আজকের শিরোনাম :

৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ২১:০৫

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্ম চাঞ্চল্য। এরআগে সোমবার সকাল থেকে টানা ৬ দিন এই বন্দরে সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিলো। 

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, গত ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বন্দরের ব্যবসায়ীরা। ঈদের ছুটি শেষে আজ থেকে আবার স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। করোনার কারণে খুব দ্রুত পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য পানামা পোর্ট কাজ করে যাচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ