আজকের শিরোনাম :

লকডাউনেও পোশাক কারখানা চালু রাখার দাবি মালিকপক্ষের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৫:৫৮

কঠোর লকডাউনে পোশাক কারখানা সচল রাখতে চান শিল্প মালিকরা।

আজ রোববার (১১ এপ্রিল) দুপুরে, রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

শিল্প মালিকরা বলছেন, অর্থনীতি সচল রাখার স্বার্থেই কঠোর লকডাউনের সময়ও কারখানা সচল রাখতে হবে। মহামারিতে কারখানা পরিচালনার পূর্বাভিজ্ঞতার ভিত্তিতে স্বাস্থ্যবিধি প্রয়োগের মাধ্যমে উৎপাদন সচল রাখার কথা বলছেন তারা। নতুন প্রণোদনার দাবিও তুলতে শুরু করেছেন অনেকে।

রপ্তানিমুখী শিল্পসংশ্লিষ্ট মালিকরা দাবি করছেন, রপ্তানিমুখী শিল্পকে কঠোর লকডাউনের বাইরে না রাখা হলে প্রায় ৫৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে। যা অর্থনীতির জন্য বড় ধাক্কা হবে।

এরইমধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে লকডাউন। যা ১৪ এপ্রিল থেকে আরো কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। এসময় গণপরিবহনসহ বন্ধ রাখতে হবে শিল্প-কারখানাও।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ