Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হবে: বাণিজ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১৬:৫৬ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:৫৮

ছবি: পিআইডি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, রমজান মাস সামনে রেখে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হবে। সে সময় টিসিবির পণ্য অন্য বছরের চেয়ে ৩ গুণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

আজ রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ভোজ্যতেলের দাম ঠিক করা হবে।

মন্ত্রী বলেন, শুধু তেল বলে নয়, রমজান মাস সামনে রেখে সবকিছু নিয়ে চিন্তা করা হচ্ছে। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, রমজান মাস সামনে রেখে সবকিছুর ব্যবস্থা করতে যেন মানুষের কষ্ট না হয়।  
 
টিসিবির মাধ্যমে এবং বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ঠিক করতে সেই সময় খাদ্যদ্রব্য তারা যেন সাশ্রয়ী মূল্যে পায়, যেন মানুষের সেই সময় কষ্ট না হয় তার ব্যবস্থা করতে। সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এদিকে সপ্তাহ ঘুরলেই দেশের খুচরা বাজারে বাড়ছে খোলা ভোজ্যতেলের দাম। লাগামহীন ভোজ্যতেলের দাম।

এবিএন/জনি/জসিম/জেডি

Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away