আজকের শিরোনাম :

আজকের মুদ্রা বিনিময় হার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১০:২০

ফাইল ছবি
প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে আমাদের দেশের অর্থনীতির চাকা। বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেশে লেনদেন করছেন।

প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে ২৯ অক্টোবর, ২০২০ মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো-

ইউএস ডলার ক্রয়মূল্য ৮৩.৯৫ বিক্রয়মূল্য ৮৪.৯৫; পাউন্ড ক্রয়মূল্য ১০৮.৪৩ বিক্রয়মূল্য ১১৩.০২; ইউরো ক্রয়মূল্য ৯৮.২৫ বিক্রয়মূল্য ১০২.৯৪; জাপানি ইয়েন ক্রয়মূল্য ০.৮০ বিক্রয়মূল্য ০.৮৫; অস্ট্রেলিয়ান ডলার ক্রয়মূল্য ৫৯.৮৬ বিক্রয়মূল্য ৬১.৫৯; হংকং ডলার ক্রয়মূল্য ১০.৮৩ বিক্রয়মূল্য ১০.৯৬; সিঙ্গাপুর ডলার ক্রয়মূল্য ৬১.৭৪ বিক্রয়মূল্য ৬৩.৭৫; কানাডিয়ান ডলার ক্রয়মূল্য ৬৩.৬৮ বিক্রয়মূল্য ৬৪.৪৪; ইন্ডিয়ান রুপি ক্রয়মূল্য ১.১১ বিক্রয়মূল্য ১.১৫; সৌদি রিয়েল ক্রয়মূল্য ২২.৩৩ বিক্রয়মূল্য ২২.৬৫; মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয়মূল্য২০.১২ বিক্রয়মূল্য ২০.৪১।

 

এবিএন/ইমরান/জসিম/এসই 
 

এই বিভাগের আরো সংবাদ