আজকের শিরোনাম :

ঘোষণা দিয়েও চালু হয়নি মোবাইল ব্যাংকিং সেবায় আন্তঃলেনদেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১৬:২৭

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, মোবাইলে আর্থিক সেবাদাতা চার প্রতিষ্ঠানের মধ্যে গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আন্তঃলেনদেন চালুর সিদ্ধান্ত ছিলো। তবে কারিগরি কাজ শেষ না হওয়াতে তা আর চালু করা যায়নি। তবে কবে নাগাদ এই সেবা চালু হবে তাও সুনির্দিষ্ট করে কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করা গেলেও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, যেমন বিকাশ, রকেট, নগদ এদের মধ্যে পারস্পরিক লেনদেন করতে পারে না। এর ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে নতুন এই সেবা চালুর উদ্যোগ হাতে নেয়া হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ