এবার রফতানি লক্ষ্যমাত্রা ৪৪০০ কোটি ডলার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ১৫:১৯

ঢাকা, ০৮ আগস্ট, এবিনিউজ : ২০১৮-১৯ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্য রফতানি খাতে ৩৯ বিলিয়ন এবং সেবা খাতে রফতানি ৫ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।  এ ছাড়া এ অর্থবছরে  রফতানি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ।

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্য রফতানি আয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৩৯ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ৬ দশমিক ৩৬ শতাংশ বেশি। আর সেবা খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৫ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ বেশি।’

তিনি বলেন, ‘গত ২০১৭-১৮ অর্থবছরে ৪০ দশমিক ৯৫ বিলিয়ন মর্কিন ডলার রফতানি আয় হয়েছে। এর মধ্যে ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার এসেছে পণ্য রফতানি থেকে। সেবা খাত থেকে রফতানি আয় হয়েছে ৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার।’

গত অর্থবছরে ৪১ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল বলেও জানান মন্ত্রী।

বাণিজ্য সচিব শুভাশীষ বসু ছাড়াও কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ