আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৭ আগস্ট ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ১৬:৪৭

ঢাকা, ০৭ আগস্ট, এবিনিউজ : আজ ০৭ আগস্ট ২০১৮ এবং ২৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

১৭৮৩ সালের এই দিনে বাংলা অভিধান প্রণেতা পিটস হেনরি ফরস্টার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে কলকাতায় পদার্পণ করেন।

১৮১৩ সালের এই দিনে আধুনিক বাংলা গদ্যের প্রথম লেখক রামরাম বসুর মৃত্যু।

১৮২৯ সালের এই দিনে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

১৮৬৮ সালের এই দিনে সাহিত্যিক ও সম্পাদক প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৮৭১ সালের এই দিনে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।

১৯০৪ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন কূটনীতিক রালফ বুঁচে জন্মগ্রহণ করেন।

১৯০৬ সালের এই দিনে কলকাতার পার্শি বাগানে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়।

১৯১৩ সালের এই দিনে ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

১৯১৪ সালের এই দিনে ব্রিটেনে এক ডলার ও দশ শিলিংয়ের নোট চালু।

১৯২১ সালের এই দিনে রুশ কবি আলোকসান্দর ব্লকের মৃত্যু।

১৯৩৮ সালের এই দিনে খ্যাতনামা রুশ লেখক ও থিয়েটার পরিচালক কনস্ট্যান্টিন স্টেনলেভোস্কি মৃত্যুবরণ করেন।

১৯৪০ সালের এই দিনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে।

১৯৬০ সালের এই দিনে আফ্রিকার দেশ আইভরি কোস্ট স্বাধীনতা লাভ করে।

১৯৭৫ সালের এই দিনে কবি সুফি মোতাহার হোসেন ইন্তেকাল করেন।

১৯৭৬ সালের এই দিনে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে ভাইকিং-২।

১৯৮২ সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুত থেকে পি.এল.ও. বাহিনী সরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র, লেবানন ও পি.এল.ওর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৮ সালের এই দিনে তানজানিয়ার রাজধানী দারুস সালামে এবং কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত মার্কিন দুতাবাসে বোমা হামলা চালানো হয়। এ দুটি হামলায় কমপক্ষে ২১২ জনের প্রাণহানি ঘটে।

২০০৮ সালের এই দিনে জর্জিয়া দক্ষিণ ওশেতিয়ায় সেনাবাহিনীকে অভিযানে নামায় কথিত রাশিয়ার দখলদারির বিরুদ্ধে। ফলে রাশিয়ার সঙ্গে সংক্ষিপ্ত দক্ষিণ ওশেতিয়া যুদ্ধ শুরু হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ