আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ২৮ জুলাই ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৯:৩৬

ঢাকা, ২৮ জুলাই, এবিনিউজ : আজ ২৮ জুলাই ২০১৮ এবং ১৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শনিবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৭৫০ সালের এই দিনে জার্মানীর বিখ্যাত সঙ্গীতজ্ঞ ইউহান সাবাসতিয়ান বাচ ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
  • ১৮০৪ সালের এই দিনে জার্মান দার্শনিক ফয়ের বাখের জন্ম।
  • ১৮২১ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ পেরু স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
  • ১৮৭৪ সালের এই দিনে শিক্ষাব্রতী ও চিকিত্সক ডা. বিমলচন্দ্র ঘোষের জন্ম।
  • ১৮৭৮ সালের এই দিনে রাশিয়া, জার্মানী, ফ্রান্স, বৃটেন ও অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮৮৭ সালের এই দিনে ফরাসি পরাবাস্তববাদী চিত্রশিল্পী মার্সেল দুঁশার জন্ম।
  • ১৮৯৮ সালের এই দিনে জার্মান নেতা বিসমার্কের মৃত্যু।
  • ১৯০১ সালের এই দিনে কমরেড মনি সিং এর জন্ম।
  • ১৯০৪ সালের এই দিনে নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভের জন্ম।
  • ১৯১৩ সালের এই দিনে বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত।
  • ১৯১৪ সালের এই দিনে প্রথম বিশ্ব যুদ্ধের প্রাক্কালে অষ্ট্রিয়ার সম্রাট সার্বিয়ায় তার পুত্রকে হত্যার ঘটনাকে কেন্দ্রকে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিলেন।
  • ১৯৩০ সালের এই দিনে নোবেলজয়ী সুইডিস চক্ষুরোগ বিশেষজ্ঞ আল্লভার গুল্লস্ট্রান্ড্রের মৃত্যু।
  • ১৯৫০ সালের এই দিনে তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।
  • ১৯৬০ সালের এই দিনে খ্যাতনামা বৃটিশ লেখক ইথেল লিলিয়ান ভিনিচ মৃত্যৃবরণ করেন।
  • ১৯৬৩ সালের এই দিনে জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হলেন।
  • ১৯৬৭ সালের এই দিনে পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।
  • ১৯৭২ সালের এই দিনে নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের মৃত্যু।
  • ১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
  • ১৯৭৬ সালের এই দিনে চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লক্ষ লোকের প্রাণহানি।
  • ১৯৮০ সালের এই দিনে মোহাম্মদ রেজা শাহ পাহলভি মৃত্যুবরণ করেন।
  • ১৯৮১ সালের এই দিনে ইংরেজ ফুটবলার মাইকেল ক্যারিক জন্মগ্রহন করেন ।
  • ১৯৮৮ সালের এই দিনে চীনে প্রচ- ঢলে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।
  • ১৯৯২ সালের এই দিনে ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খানের মৃত্যু।
  • ২০০১ সালের এই দিনে আহমদ ছফার মৃত্যু।
  • ২০০৪ সালের এই দিনে ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক মৃত্যুবরণ করেন ।ৎ
  • ২০১০ সালের এই দিনে রাজনীতিক মান্নান ভূইয়ার মৃত্যু।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ