আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ২০ জুলাই ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০১৮, ০৯:২৭

ঢাকা, ২০ জুলাই, এবিনিউজ : আজ ২০ জুলাই ২০১৮ এবং ০৫ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৩০৪ সালের এই দিনে ইতালীয় কবি ও মনীষী পেত্রাকের মৃত্যু।
  • ১৮১০ সালের এই দিনে কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।
  • ১৮২২ সালের এই দিনে অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা গ্রেগর ইয়োহান মেন্ডেল জন্মগ্রহন করেন।
  • ১৮৬৪ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৩১] কবি এরিক আক্সেল কার্লফেলডটের জন্ম।
  • ১৮৬৬ সালের এই দিনে জার্মানির বিশিষ্ট গণিতবিদ জর্জ ফেড্রিক বার্নাড রেইমান যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
  • ১৮৯৭ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৫০] সুইস রসায়নবিদ তাদিউস রাইখস্টাইনের জন্ম।
  • ১৯০২ সালের এই দিনে কবি ও শিশুসাহিত্যিক সুনির্মল বসুর জন্ম।
  • ১৯০৫ সালের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদিত।
  • ১৯১৯ সালের এই দিনে এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ও মেরুঅভিযাত্রী এডমন্ড হিলারির জন্ম।
  • ১৯৩৭ সালের এই দিনে রেডিও-র আবিস্কারক গুগলিয়েলমো মার্কনি ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
  • ১৯৪৫ সালের এই দিনে ফরাসি কবি পল ওয়ালরি মৃত্যুবরণ করেন।
  • ১৯৪৬ সালের এই দিনে প্যারিতে শান্তি সম্মেলন শুরু হয়।
  • ১৯৪৭ সালের এই দিনে মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।
  • ১৯৪৯ সালের এই দিনে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।
  • ১৯৫০ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা নাসিরুদ্দিন শাহ জন্মগ্রহন করেন।
  • ১৯৫১ সালের এই দিনে জেরুজালেমে শুক্রবার প্রার্থনাকালে জর্দানের বাদশাহ আবদুল্লাহ একজন ফিলিস্তিনির হাতে নিহত হন।
  • ১৯৫৪ সালের এই দিনে ভিয়েতনাম যুদ্ধর অবসান ঘটাতে জেনিভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।
  • ১৯৬০ সালের এই দিনে বিশ্বের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে।
  • ১৯৬৮ সালের এই দিনে স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।
  • ১৯৬৯ সালের এই দিনে (বাংলাদেশ সময় ২১ জুলাই ) অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
  • ১৯৭৩ সালের এই দিনে চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা ব্রুস লী মৃত্যুবরণ করেন ।
  • ১৯৭৪ সালের এই দিনে তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত উত্তরাঞ্চল দখল করে নেয়।
  • ১৯৭৪ সালের এই দিনে খ্যাতনামা সুরকার ও সংগীত শিল্পী কমল দাশগুপ্তের মৃত্যু।
  • ১৯৭৬ সালের এই দিনে মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।
  • ১৯৯৬ সালের এই দিনে ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।
  • ২০০৬ সালের এই দিনে ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার অভ্যন্তরে প্রবেশ করে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ