আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৩ জুলাই ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১১:২৬

ঢাকা, ০৩ জুলাই, এবিনিউজ : আজ ০৩ জুলাই ২০১৮ এবং ১৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৭২৮ সালের এই দিনে স্কট স্থাপতি রবার্ট এ্যাডামের জন্ম।
  • ১৭৫১ সালের এই দিন সুইডেনের রসায়নবিদ ও খনিজ বিশেষজ্ঞ ফ্রেড্রিক ক্রনস্টেড নিকেল ধাতু আবিস্কার করেন।
  • ১৮০৭ সালের এই দিনে লর্ড মিন্টো বাংলার গবর্নর জেনারেল হয়ে আসেন।
  • ১৮৫৪ সালের এই দিনে চেক সঙ্গীতস্রষ্টা লেইওস ইয়ানাচেকের জন্ম।
  • ১৮৬৬ সালের এই দিনে সাদোয়ার যুদ্ধে অস্ট্রীয়রা প্রুশীয়দের কাছে পরাজিত।
  • ১৮৮৩ সালের এই দিনে চেক-জার্মান সাহিত্যিক ফ্রাঞ্জ কাফকা জন্মগ্রহণ করেন।
  • ১৯০৪ সালের এই দিনে বিশ্ব ইহুদিবাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা থিয়োডর হার্যেল মৃত্যুবরণ করেন।
  • ১৯১২ সালের এই দিনে রম্য সাহিত্যিক অজিতকৃষ্ণ বসুর জন্ম।
  • ১৯১৯ সালের এই দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
  • ১৯২১ সালের এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নসমূহের আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
  • ১৯২৮ সালের এই দিনে লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করেন।
  • ১৯৩২ সালের এই দিনে সাহিত্যিক ও সম্পাদক স্বর্ণকুমারী দেবী ঠাকুরের মৃত্যু।
  • ১৯৪১ সালের এই দিনে মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্দসমর্পণ।
  • ১৯৪৫ সালের এই দিনে চতুঃশক্তির বার্লিন পুনরুদ্ধার।
  • ১৯৪৭ সালের এই দিনে ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।
  • ১৯৫৩ সালের এই দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহন করেন।
  • ১৯৭৬ সালের এই দিনে জিম্বাবুয়ের প্রতিভাবান ক্রিকেটার হেনরি ওলাঙ্গা জন্মগ্রহণ করেন।
  • ১৯৬২ সালের এই দিনে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের অবসান হয়।
  • ১৯৬৪ সালের এই দিনে পাকিস্তান-তুরস্ক-ইরানের মধ্যে আরসিডি প্রতিষ্ঠিত।
  • ১৯৭১ সালের এই দিনে জিম মরিসন, মার্কিন সঙ্গীতশিল্পী এর মৃত্যু।
  • ১৯৮১ সালের এই দিনে প্রথম নিউ ইয়র্ক টাইমসে একটি রোগের সংবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে সবার কাছে এইডস হিসেবে পরিচিতি লাভ করে।
  • ১৯৮৪ সালের এই দিনে সৈয়দ রাসেল, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড় এর জন্ম।
  • ১৯৮৮ সালের এই দিনে পারস্য উপসাগরে মার্কিন নৌসেনাদের গুলিতে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত। ২৯০ জন নিহত।
  • ২০০৯ সালের এই দিনে বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক আলাউদ্দিন আল আজাদ এর মৃত্যু।


এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ