আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ২৩ জুন ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ১০:৫৩

ঢাকা, ২৩ জুন, এবিনিউজ : আজ ২৩ জুন ২০১৮ এবং ০৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শনিবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদের যাত্রা শুরু।

১৫৩৬ খ্রিস্টাব্দের এই দিনে জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিনের সংস্কার আন্দোলন শুরু হয়।

১৭২৪ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষর।

১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি রবার্ট কাইভের কাছে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়।

১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু হয়।

১৭৬৩ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের সম্রাজ্ঞী, নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী জোসেফিনের জন্ম।

১৮৪৭ খ্রিস্টাব্দের এই দিনে বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী নেতা আনন্দমোহন বসুর জন্ম।

১৮৬০ খ্রিস্টাব্দের এই দিনে উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে রুশ মহিলা কবি আন্না আখমাতোভার জন্ম।

১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ অ্যালান টুরিং এর জন্ম।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর।

১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেয়।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে : কর্নেল জমাল আবেদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে জিনেদিন জিদান, ফরাসি ফুটবল খেলোয়াড় এর জন্ম।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ মডেল ও গায়িকা জেসিকা টেলর এর জন্ম।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ২০ বছর পর দক্ষিণ আফ্রিকার পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করা হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ