আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ১০ জুন ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ১০:২৯

ঢাকা, ১০ জুন, এবিনিউজ : আজ ১০ জুন ২০১৮ এবং ২৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ রবিবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ভূমি অধিকার দিবস আজ

  • ১১৯০ খ্রিষ্টাব্দের এই দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় রোম সম্রাট ফ্রেডরিক বার্বারোসা আর্মেনিয়ার সালেক নদী পার হতে গিয়ে ডুবে মৃত্যুবরণ।
 

  • ১২১৩ খ্রিষ্টাব্দের এই দিনে পার্সিয়ান দার্শনিক ফখরুদ্দিনের জন্ম।
 

  • ১৬১০ খ্রিষ্টাব্দের এই দিনে গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেছিলেন।
 

  • ১৭৫২ খ্রিষ্টাব্দের এই দিনে বেঞ্জামিন ফ্র্যাংকলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হয়েছিলেন।
 

  • ১৭৯০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার উপর হামলা চালায়।
 

  • ১৮২৭ খ্রিষ্টাব্দের এই দিনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নৌকা দৌড় প্রতিযোগিতা হয়।
 

  • ১৮৩২ খ্রিষ্টাব্দের এই দিনে প্রাচ্যতত্ত্ববিদ ও ইংরেজ কবি এ্যাডউইন আর্নল্ডের জন্ম।
 

  • ১৮৬৮ খ্রিষ্টাব্দের এই দিনে সার্বিয়ার রাজা তৃতীয় মাইকেল নিহত।
 

  • ১৮৮১ খ্রিষ্টাব্দের এই দিনে রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষীর ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।
 

  • ১৯০৫ খ্রিষ্টাব্দের এই দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা অনুষদ গঠিত হয়।
 

  • ১৯১৫ খ্রিষ্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৭৬) মার্কিন ঔপন্যাসিক সল বেলোর জন্ম।
 

  • ১৯১৮ খ্রিষ্টাব্দের এই দিনে কবি ফররুখ আহমদের জন্ম।
 

  • ১৯২৪ খ্রিষ্টাব্দের এই দিনে ইতালির কমিউনিস্ট নেতা জিয়াকমো মাত্তিয়োত্তিকে ফ্যাসিস্টরা অপহরণ করে ও পরে হত্যা করে।
 

  • ১৯৪০ খ্রিষ্টাব্দের এই দিনে ইংল্যান্ড-ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা।
 

  • ১৯৪২ খ্রিষ্টাব্দের এই দিনে ঊনসত্তরের গণআন্দোলনে শহীদ আসাদুজ্জামানের জন্ম।
 

  • ১৯৪৩ খ্রিষ্টাব্দের এই দিনে তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের বিলুপ্তি ঘটে।
 

  • ১৯৪৯ খ্রিষ্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯২৮) নরওয়েজীয় লেখিকা সিগরিদ উনসেটের মৃত্যু।
 

  • ১৯৫১ খ্রিষ্টাব্দের এই দিনে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক এস ওয়াজেদ আলীর মৃত্যু।
 

  • ১৯৬১ খ্রিষ্টাব্দের এই দিনে কুয়েত স্বাধীনতা লাভ করে।
 

  • ১৯৬৭ খ্রিষ্টাব্দের এই দিনে ৬ দিন যুদ্ধের পর ইসরায়েল ও সিরিয়া গোলাগুলি থেকে বিরত থাকতে একমত হয়।
 

  • ১৯৭০ খ্রিষ্টাব্দের এই দিনে জর্ডানে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের সংঘর্ষে ১০০ নিহত।
 

  • ১৯৭২ খ্রিষ্টাব্দের এই দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ ‘হর্ষবর্ধন’ সমুদ্র যাত্রা করে।
 

  • ১৯৯১ খ্রিষ্টাব্দের এই দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে ‘অপারেশন মরু ঝড়ে’ মার্কিন যুক্তরাষ্ট্র্র বিজয় লাভ করে।
 

  • ১৯৯৪ খ্রিষ্টাব্দের এই দিনে রুয়ান্ডার ক্যাথলিক গীর্জায় ১৭০ জনকে হত্যা।
 

  • ২০০০ খ্রিষ্টাব্দের এই দিনে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যু।
 

  • ২০০১ খ্রিষ্টাব্দের এই দিনে মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ