আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৯ জুন ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ১১:০৫

ঢাকা, ০৯ জুন, এবিনিউজ : আজ ০৯ জুন ২০১৮ এবং ২৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শনিবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৫৩৫ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনীয় সৈন্যবাহিনী ল্যাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে নিয়েছিলো।
 

  • ১৬৭২ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার জার প্রথম পিটার দ্য গ্রেটের জন্ম।
 

  • ১৭৫২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছ ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে।
 

  • ১৭৮১ খ্রিস্টাব্দের এই দিনে রেলওয়ে ইঞ্জিনের নকশাকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসনের জন্ম।
 

  • ১৮১৫ খ্রিস্টাব্দের এই দিনে ভিয়েনা কংগ্রেসের সমাপ্তি ঘটে।
 

  • ১৮৩৪ খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবিদ ও বাংলা গদ্য পাঠ্যপুস্তক প্রবর্তক উইলিয়াম কেরির মৃত্যু।
 

  • ১৮৩৬ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের প্রথম মহিলা মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসনের জন্ম।
 

  • ১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা বৃটিশ লেখক চার্লস ডিকেন্স পরলোকগমন করেছিলেন।
 

  • ১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে জনপ্রিয় সংস্কারবাদী আলেঙ্গান্দার নিহত এবং তার সরকার উৎখাত।
 

  • ১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়।
 

  • ১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে।
 

  • ১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে থাইল্যান্ডের যুবরাজ আনন্দ মাহিডলকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায়।
 

  • ১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়।
 

  • ১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন।
 

  • ১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে চীনে টাইফুন মেরি আঘাত হানে। এক হাজার ৬০০ জনের মৃত্যু হয়।
 

  • ১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের  পদত্যাগ।
 

  • ১৬৭২ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার জার পিটার দ্য গ্রেটের জন্ম।
 

  • ১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে লোকসভার কার্যক্রম সর্বপ্রথম সরাসরি সম্প্রচার।
 

  • ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা হিন্দী চলচ্চিত্রকার রাজ খোসলার মৃত্যু।
 

  • ২০০১ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের প্রেসিডেন্ট খাতামি ৭৫% ভোটে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত।
 

  • ২০০৯ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক এটিএম শামসুদ্দিনের মৃত্যু।
 

  • ২০১১ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেনের মৃত্যু।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ