আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৬ মে ২০১৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৮:৩৭ | আপডেট : ০৬ মে ২০১৯, ০৮:৪০

আজ ০৬ মে ২০১৯ এবং ২৩ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ, রোজ সোমবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৫৮৯ খ্রিস্টাব্দের এই দিনে সঙ্গীত জগতের প্রবাদপুরুষ তানসেনের মৃত্যু।
  • ১৭১১ খ্রিস্টাব্দের এই দিনে স্কটিশ দার্শনিক, অর্থনীতিবিদ ডেভিড হিউম জন্মগ্রহণ করেন।
  • ১৭৩৩ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম আর্ন্তজাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়।
  • ১৭৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের বিখ্যাত জীববিজ্ঞানী ও প্রকৃতিবিদ জ্যাঁ বাতিস্তা লামার্ক জন্মগ্রহণ করেন।
  • ১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়দের বিজয়।
  • ১৭৬৩ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকান আদিবাসী নেতা পন্টিয়াক নিউ ইয়র্কে বৃটিশদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন।
  • ১৮৩৫ খ্রিস্টাব্দের এই দিনে জেমস গর্ডন ব্যানাট বিখ্যাত নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন।
  • ১৮৪০ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয়।
  • ১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন মেরু অভিযাত্রী এডুইন পিয়ারির জন্ম।
  • ১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের জন্ম।
  • ১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ কর্তৃপক্ষ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে বিলুপ্ত করে। মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়।
  • ১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান বিজ্ঞানী ও ভৌগোলিক আলেকজান্ডার ফন হামবোল্ডের মৃত্যু।
  • ১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে সরকারিভাবে প্যারিসের আইফেল টাওয়ার উন্মুক্ত করা হয়।
  • ১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু।
  • ১৯১০ খ্রিস্টাব্দের এই দিনে বাবার মৃত্যুর পর পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা মনোনীত হন।
  • ১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে পোলারয়েড ল্যান্ড ক্যামেরা আবিষ্কারক এডউইন হারবার্ট ল্যান্ড আমেরিকায় জন্মগ্রহণ করেন।
  • ১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি।
  • ১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে লেখক, অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদের জন্ম।
  • ১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানী ও ইতালী সামরিক ও রাজনৈতিক মৈত্রী ঘোষণা করে, যা বার্লিন-রোম অক্ষ নামে পরিচিত।
  • ১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে উইন্সটন চার্চিল বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
  • ১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর জর্মানী ফ্রান্সের রাইমে নিঃশর্ত আত্মসমর্পন করে।
  • ১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে রজার ব্যানিস্টারই প্রথম ৪ মিনিটে এক মাইল দূরত্ব দৌড়ে অতিক্রম করেন।
  • ১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা: সতীশরঞ্জন খাস্তগীরের মৃত্যু।
  • ১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড ভিয়েৎনাম যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন।
  • ১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের পেস বোলার লক্ষ্মী রতন শুকা। তিনি তিনটি এক দিনের ম্যাচ খেলেন।
  • ১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে গ্রায়েম হিক উরচেস্টার এর হয়ে সমারসেটের বিপক্ষে একাই ৪০৫ রান করেন।
  • ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে পিকাসোর আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়ে যায়।
  • ১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনের রানী এলিজাবেথ ও ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরাঁর ইউরোটানেল রেলপথ উদ্বোধন।
  • ১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে প্রয়াত গ্রেট পপ তারকা মাইকেল জ্যাকসন এবং বিখ্যাত ব্যান্ড দল বি গিস কে “রক & রোল” এর হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হয়।
  • ১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ন্যাটোর ‘ভুলবশত’ চীনা দূতাবাসের উপর বোমা নিক্ষেপে দুইজন চীনা নাগরিক নিহত ও বিশজন আহত হন।
  • ২০০১ খ্রিস্টাব্দের এই দিনে সিরিয়া সফরের সময় প্রথম কোন পোপ হিসেবে পোপ পল ২ মসজিদে প্রবেশ করেন।
  • ২০০২ খ্রিস্টাব্দের এই দিনে দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী নোবেল বিজয়ী অংসান সুচির মুক্তিলাভ।
  • ২০১১ খ্রিস্টাব্দের এই দিনে সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান বীর উত্তম এর মৃত্যু।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ