আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ১৪ এপ্রিল ২০১৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৩১

আজ ১৪ এপ্রিল ২০১৯ এবং ০১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ রবিবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজ ১ বৈশাখ বাংলা নববর্ষ

  • ১৫৬৩ খ্রিস্টাব্দের এই দিনে পঞ্চম শিখগুরু অর্জুনদেবের জন্ম।
  • ১৬৫৯ খ্রিস্টাব্দের এই দিনে দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।
  • ১৬৮০ খ্রিস্টাব্দের এই দিনে মারাঠা নেতা ছত্রপতি শিবাজীর মৃত্যু।
  • ১৮২৮ খ্রিস্টাব্দের এই দিনে ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।
  • ১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।
  • ১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবির জন্ম।
  • ১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয় ।
  • ১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের অগ্রগণ্য কমিউনিস্ট নেতা পিসি যোশীর জন্ম।
  • ১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে নিউফাউল্যান্ডের হিমবাহের কাছে সমুদ্রগামী বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে দেড় সহস্রাধিক মানুষের প্রাণহানি।
  • ১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কির মৃত্যু।
  • ১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে সরোদিয়া আলী আকবর খানের জন্ম।
  • ১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে বম্বের ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদভর্তি জাহাজে বিস্ফোরণ। ১২ শতাধিক লোকের মৃত্যু।
  • ১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে অরুনা আসফ দিলি্ল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র নির্বাচিত।
  • ১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয় ।
  • ১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ভারত কর্তৃক সিকিম দখল।
  • ১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।
  • ১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ারের মৃত্যু।
  • ১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রতিষ্ঠা।
  • ১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে আফগানিস্তানে শান্তির জন্য জেনেভা চুক্তি স্বাক্ষর।
  • ২০০২ খ্রিস্টাব্দের এই দিনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার গ্রহণ করেন।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ