আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ১১ জানুয়ারি ২০১৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০৮:৪৬

আজ ১১ জানুয়ারি ২০১৯ এবং ২৮ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৮৬৪ সালের এই দিনে যুক্তরাজ্যের সেলফরিজ এন্ড কোং নামের চেইন স্টোরের প্রতিষ্ঠাতা এইচ. জর্জ সেলফরিজ জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৯২৮ সালের এই দিনে সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন।
  • ১৯৭৯ সালের এই দিনে ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছে।
  • ১৯৯২ সালের এই দিনে আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।
  • ২০০২ সালের এই দিনে কিউবার গুয়ান্টানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিলো।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ