আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৪ জানুয়ারি ২০১৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫০

আজ ০৪ জানুয়ারি ২০১৯ এবং ২১ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৪৯৩ সালের এ দিনে কলম্বাস আমেকি থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।
  • ১৬৪৩ সালের এ দিনে বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন জন্ম গ্রহণ করেন।
  • ১৭৮৫ সালের এ দিনে গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম জার্মানির হানাও শহরে জন্ম গ্রহণ করেন।
  • ১৮১৩ সালের এ দিনে শর্টহ্যান্ড লেখনপদ্ধতির উদ্ভাবক স্যার ইজাক পিটম্যানের জন্ম।
  • ১৮৬১ সালের এ দিনে বাংলা সাহিত্যের অনন্য মহাকাব্য ‘মেঘনাদবধ’ প্রকাশিত হয়।
  • ১৮৭৭ সালের এ দিনে বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।
  • ১৯০৬ সালের এ দিনে প্রচ- ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
  • ১৯২৯ সালের এ দিনে শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসটি ব্রিটিশ রাজ কর্তৃক বাজেয়াপ্ত হয়।
  • ১৯৪১ সালের এ দিনে সাহিত্যে নোবেলজয়ী ফরাসি দার্শনিক অঁরি বের্গসঁর মৃত্যু।
  • ১৯৪৮ সালের এ দিনে সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৬০ সালের এ দিনে নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৬৫ সালের এ দিনে নোবেলজয়ী ইংরেজ কবি টি এস এলিয়টের মৃত্যু।
  • ১৯৯৭ সালের এ দিনে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু।
  • ১৯৯৯ সালের এ দিনে ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ