আজকের দিনের ইতিহাস: ০১ জানুয়ারি ২০১৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৯:২৪

আজ ০১ জানুয়ারি ২০১৯ এবং ১৮ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ইংরেজি নববর্ষের শুরু।

  • ১৮০৩ সালের এই দিনে ল্যাতিন আমেরিকার দেশ হাইতি স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮০৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে দাস আমদানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
  • ১৮৯৪ সালের এই দিনে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্ম।
  • ১৮৮০ সালের এই দিনে ভারতবর্ষে প্রথম ডাকঘরে মানি অর্ডার প্রথা চালু হয়।
  • ১৯০৪ সালের এই দিনে পল্লী কবি জসীম উদদীনের জন্ম।
  • ১৯১৪ সালের এই দিনে কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম।
  • ১৯৩০ সালের এই দিনে বিজ্ঞানী ও লেখক আবদুল্লাহ আল মুতীর জন্ম।
  • ১৯৪২ সালের এই দিনে এ দিনে জাতিসংঘ বিষয়ক ঘোষণা দেয়া হয়।
  • ১৯৭৮ সালের এই দিনে ভারতের মুম্বাই বিমান বন্দর থেকে একটি বোয়িং-সেভেন জিরোসেভেন উড্ডয়নের ৪ মিনিট পরে সাগরে পতিত হলে ২১৩ জন যাত্রীর সবাই নিহত হন।
  • ১৮৭৯ সালের এই দিনে ইংরজ ঔপন্যাসিক ই.এম ফস্টারের জন্ম।
  • ১৯৮৭ সালের এই দিনে চীনে অধিকতর গণতন্ত্রের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ