আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ২৮ ডিসেম্বর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫

আজ ২৮ ‍ডিসেম্বর ২০১৮ এবং ১৪ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৮২৮ সালে জাপানের এবিগোতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের প্রাণহানি।
  • ১৮৮৫ সালে বোম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু।
  • ১৮৯৫ সালে জনসমক্ষে সারা বিশ্বের প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় প্যারিসে।
  • ১৯০৮ সালে ভূমিকম্পে সিসিলির মেসিলা শহর পুরোপুরি ধ্বংস হয় এবং ৩৮ হাজার লোক নিহত হয়।
  • ১৯১০ সালে ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
  • ১৮৮৯ সালে শিক্ষাবিদ স্যার এ. এফ. রহমানের জন্ম।
  • ১৯২৫ সালে রুশ কবি সের্গেই ইয়েসেনিনের মৃত্যু।
  • ১৯৯৩ সালে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা আবদুল জব্বার খাঁর মৃত্যু।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ