আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ২১ ডিসেম্বর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬

আজ ২১ ‍ডিসেম্বর ২০১৮ এবং ০৭ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১২৬১ খ্রিস্টাব্দের এই দিনে মরমী সাধক হাছন রাজার জন্মবার্ষিকী।
  • ১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে সংবাদপত্র নিউ ইয়র্ক ওয়ার্ল্ড সর্বপ্রথম শব্দধাঁধা প্রকাশ করে।
  • ১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
  • ১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।
  • ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে।
  • ১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন।
  • ১৩৭৫ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিওর মৃত্যু।
  • ১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোলের জন্ম।
  • ১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে প্রাবন্ধিক আবু সয়ীদ আইয়ুবের মৃত্যু।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ