আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ১৮ ডিসেম্বর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:০১

আজ ১৮ ‍ডিসেম্বর ২০১৮ এবং ০৪ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

বিশ্ব অভিবাসন দিবস আজ।

  • ১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথার বিলোপ সাধন করা হয়।
  • ১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কংগ্রেস সে দেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
  • ১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
  • ১২২৯ খ্রিস্টাব্দের এই দিনে চেঙ্গিস খানের মৃত্যু।
  • ১৮৭৯ খ্রিস্টাব্দের এই দিনে সুইস বিমূর্ত শিল্পী পল ক্লের জন্ম।
  • ১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক-সাংবাদিক শহীদ সাবেরের জন্ম।
  • ১৯৬২খ্রিস্টাব্দের এই দিনে পদার্থ বিদ্যায় নোবেলজয়ী [১৯২২] ডেনিশ বিজ্ঞানী নিলস বোরের মৃত্যু।
  • ১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রগতিবাদী লেখক কমরেড মুজফফর আহমদের মৃত্যু।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ