আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ১৭ ডিসেম্বর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৬

আজ ১৭ ‍ডিসেম্বর ২০১৮ এবং ০৩ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ সোমবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৩৯৯ খ্রিস্টাব্দের এই দিনে পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
  • ১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমানে উড্ডয়ন করেন।
  • ১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে পেরুর জিম্মি সংকট শুরু।
  • ১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান সংগীত প্রতিভা বিটোফেনের জন্ম।
  • ১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মৃত্যু।
  • ১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কথাসাহিত্যিক এরস্কিন কডওয়েলের জন্ম।
  • ১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও পুঁথি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু।
  • ১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক দেবেশ রায়ের জন্ম।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ