আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ২৪ মে ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১০:১৯

ঢাকা, ২৪ মে, এবিনিউজ : আজ ২৪ মে ২০১৮ এবং ০৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-


১৮৪৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান।


১৮৬২ খ্রিস্টাব্দের এই দিনে টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত।


১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে (১৯২০) আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।


১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে কবি বিহারীলাল চক্রবর্তী পরলোকগমন করেন।


১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে প্রথম ‘এম্পায়ার ডে’ পালিত হয়।


১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরলোকগমন করেন।


১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৬৫) রুশ সাহিত্যিক মিখাইল শলোকভের জন্ম।


১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা।


১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক সোমেন চন্দ জন্মগ্রহণ করেন।


১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলানের জন্ম।


১৯৫১ খ্রিস্টাব্দের এই দিনে মুনতাসীর মামুন, বাংলাদেশের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক এর জন্ম।


১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।


১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে কবি কাজী নজরুল ইসলামের ভারত থেকে ঢাকায় আগমন। রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবির স্বীকৃতি দান।


১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি।


১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ শৈলজারঞ্জন মজুমদার পরলোকগমন করেন।


১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ৪৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মহাসমারোহে আয়োজিত হয়।


১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।


১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর ইন্তেকাল।


২০০০ খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি মাত্র ১৫ বছর বয়সী শেরপা টেম্পো তসেরির এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন।


২০০০ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইলী বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়।


২০১১ খ্রিস্টাব্দের এই দিনে আজিজুল হক বান্নার মৃত্যু।


এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ