আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৪ ডিসেম্বর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৫০

আজ ০৪ ‍ডিসেম্বর ২০১৮ এবং ২০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১১১২ খ্রিস্টাব্দের এই দিনে  ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়ামের মৃত্যু।

 

  • ১৭৯১খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনের ‘দি অবজার্ভার’ প্রথম প্রকাশিত হয়।

 

  • ১৭৯৮ খ্রিস্টাব্দের এই দিনে  ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।

 

  • ১৮২১ খ্রিস্টাব্দের এই দিনে রুশ কবি নিকোলাই নেক্রাসভের জন্ম।

 

  • ১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান কবি রাইনার মারিয়া রিলকের জন্ম।

 

  • ১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও সমালোক স্যার হার্বাট রিডের জন্ম।

 

  • ১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে  সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।

 

  • ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়।

 

  • ১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে  ইয়েলৎসিনের অনুগত ট্যাংক ও সাঁজোয়া বাহিনী ১০ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পার্লামেন্ট ভবন দখল করে নেয় এবং ১০০০ বিদ্রোহীকে গ্রেফতার করে।


এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ