আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ৩০ নভেম্বর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৩৬

আজ ৩০ নভেম্বর ২০১৮ এবং ১৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৪৮৫ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির মহিলা কবি ভোরোনিকা গামবারার জন্ম।
  • ১৭১৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা দ্বাদশ চার্লস যুদ্ধে নিহত।
  • ১৭৫৯ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন।
  • ১৭৮২ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে।
  • ১৮১৭ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত জার্মান গবেষক ও ঐতিহাসিক থিওডর মমজেন জন্মগ্রহণ করেন।
  • ১৮৩৫ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা মার্কিন সাহিত্যিক স্যামুয়েল ল্যাঙহর্ন ক্লিমেন্স (মার্ক টোয়েন) জন্মগ্রহণ করেন।
  • ১৮৩৮ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম।
  • ১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়।
  • ১৮৬৬ খ্রিস্টাব্দের এই দিনে শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়।
  • ১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ রাষ্ট্রনায়ক নোবেল বিজয়ী লেখক উইনস্টন চার্চিলের জন্ম।
  • ১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ নাট্যকার ও ঔপন্যাসিক অস্কার ওয়াইল্ডের মৃত্যু।
  • ১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে বিশ শতকের শক্তিমান কবি ও সমালোচক বুদ্ধদেব বসু’র জন্ম।
  • ১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি মোজাম্মেল হকের মৃত্যু।
  • ১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের সংগ্রামী ও স্বাধীনচেতা আলেম আয়াতুল্লাহ সাইয়েদ হাসান মোদাররেস দেশটির তৎকালীন স্বৈরাচারি রাজা রেজা খানের অনুচরদের হাতে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শাহাদত বরণ করেন।
  • ১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে বারবাডোজ স্বাধীনতা লাভ করে।
  • ১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবীর মৃত্যু।
  • ১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে মিশরের প্রখ্যাত ক্বারী আবদুল বাসেত মোহাম্মাদ আবদুস সামাদ ইন্তেকাল করেন।
  • ১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ এবং জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের মৃত্যু।
  • ২০১৪ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যু।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ