আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৯ অক্টোবর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮, ১৫:০৯

আজ ০৯ অক্টোবর ২০১৮ এবং ২৪ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা।  abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১২৫৩ সালের এই দিনে ফ্রান্সের রাজা দশম চার্লস জন্মগ্রহণ করেন।
  • ১৪৪৬ সালের এই দিনে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।
  • ১৫১৪ সালের এই দিনে ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।
  • ১৭০৮ সালের এই দিনে রাশিয়া ও সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত হয়।
  • ১৭৭৯ সালের এই দিনে তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।
  • ১৮৫২ সালের এই দিনে নোবেলজয়ী [১৯০২] জৈবরসায়নবিদ এমিল ফিশার জন্মগ্রহণ করেন।
  • ১৮৫৩ সালের এই দিনে অক্টোবর বিশিষ্ট ফরাসী চিকিৎসক ও গবেষক এমিল রো জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৪ সালের এই দিনে বিশ্ব ডাক ব্যবস্থা চালু হয়।
  • ১৮৭৯ সালের এই দিনে জার্মান পদার্থবিদ মাক্স ফন লাউয়ে জন্মগ্রহণ করেন।
  • ১৮৯২ সালের এই দিনে যুগোস্লাভিয়ার নোবেলজয়ী [১৯৬১] কথাসাহিত্যিক ইভো আন্দ্রিক জন্মগ্রহণ করেন।
  • ১৮৯৯ সালের এই দিনে লন্ডনে প্রথম পেট্রোলচালিত মোরটরযান চলাচল শুরু হয়।
  • ১৯১১ সালের এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।
  • ১৯১১ সালের এই দিনে দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় হটেনটট বিদ্রোহ শুরু হয়।
  • ১৯২৭ সালের এই দিনে আইরিশ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার ফ্রান্সিস ও’ফেরেল জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৯ সালের এই দিনে খ্যাতনামা অস্ট্রেলীয় সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা জন পিলজার জন্মগ্রহণ করেন।
  • ১৯৪০ সালের এই দিনে ইংরেজ গায়ক, দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেনন জন্মগ্রহণ করেন।
  • ১৯৪০ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে।
  • ১৯৪৩ সালের এই দিনে নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমান মৃত্যুবরণ করেন।
  • ১৯৬২ সালের এই দিনে প্রখ্যাত আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড় হোর্হে বুরুচাগা জন্মগ্রহন করেন।
  • ১৯৬২ সালের এই দিনে আফ্রিকার দেশ উগান্ডা বৃটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৭ সালের এই দিনে ল্যাটিন আমেরিকার বিখ্যাত বিপ্লবী নেতা আর্নেস্টো চে গুয়েভারাকে তার কয়েকজন অনুসারীসহ বলিভিয়ায় হত্যা করা হয়।
  • ১৯৬৭ সালের এই দিনে বিখ্যাত ফরাসী ইতিহাসবিদ ও জীবন কাহিনী লেখক আন্দ্রেঁ মউরোইস মৃত্যুবরণ করেন।
  • ১৯৭৬ সালের এই দিনে মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
  • ১৯৮১ সালের এই দিনে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনী নেতা মাজেদ আবশারারকে ইতালিতে হত্যা করে।
  • ১৯৮১ সালের এই দিনে সাহিত্যিক, শিক্ষাবিদ, বিজ্ঞান সাধক ও বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহের হোসেন মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৭ সালের এই দিনে কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৬ সালের এই দিনে সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
  • ২০০৪ সালের এই দিনে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
  • ২০০৬ সালের এই দিনে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় বলে অভিযোগ রয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ