আজকের শিরোনাম :

১৮ অক্টোবর: আজকের এই দিনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৮:১৭

আজ ১৮ অক্টোবর ২০২১, সোমবার, ০৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:

  • ১৫৬৫ -  ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়।
  • ১৭৪৮ -  গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’-এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮৬৭- অলাস্কা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
  • ১৯১২ -  ইতালী ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯১২ -  বুলগেরিয়া, সার্বিয়া, গ্রীস ও মন্ট্রিনিগ্রো ওসমানিয় তুর্কী সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।
  • ১৯২২- জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসির প্রতিষ্ঠা।
  • ১৯৬৭- রুশ মহাকাশযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্র গ্রহে নিরাপদে অবতরণ করে।
  • ১৯৭২ -  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।
  • ১৯৭৩ -  মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
জন্ম:

  • ১৮৫৯ -  বিশিষ্ট ফরাসি দার্শনিক অঁরি-লুই বর্গসাঁ (ফরাসি:Henri-Louis Bergson) জন্মগ্রহণ করেন।
  • ১৯১৮ -  ভারতীয় চিত্রশিল্পী পরিতোষ সেন জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৯- মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির আততায়ী লি হার্ভি অসওয়াল্ড।
  • ১৯২৫- বাঙালি মহিয়সী নারী এবং বিপ্লবী কৃষক নেত্রী ইলা মিত্র।
  • ১৯৬৪ -  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন ।
  • ১৯৬৮- ভারতীয় ক্রিকেটার নরেন্দ্র হিরওয়ানি।
  • ১৯৬৮- অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল।
মৃত্যু:

  • ১৮৭১- ব্রিটিশ প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক চার্লস ব্যাবেজ।
  • ১৬৭৮ -  চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস মৃত্যুবরণ করেন।
  • ১৯১৪ -  কবি আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।
  • ১৯২৩ -  কথাসাহিত্যিক মোহাম্মদ নজিবুর রহমান মৃত্যুবরণ করেন।
  • ১৯৩১- মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন।
  • ১৯৮০- রবীন্দ্রসংগীতশিল্পী দেবব্রত বিশ্বাস।
  • ১৯৮৫ -  দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস (২৮) এর ফাঁসি হয়।
  • ২০১৮ - কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ