আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ০৩ সেপ্টেম্বর ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৫

আজ ০৩ সেপ্টেম্বর ২০১৮ এবং ১৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, রোজ সোমবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৬৫৮ সালের এই দিনে রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।
  • ১৭৫২ সালের এই দিনে ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়।
  • ১৭৮৩ সালের এই দিনে গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।
  • ১৮১৪ সালের এই দিনে আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।
  • ১৮৫৬ সালের এই দিনে মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যানের জন্ম।
  • ১৮৫৯ সালের এই দিনে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।
  • ১৮৬৬ সালের এই দিনে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
  • ১৮৭৫ সালের এই দিনে আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।
  • ১৮৮৩ সালের এই দিনে রাশিয়ার লেখক ইভান তুর্গেনেভ মৃত্যুবরণ করেন।
  • ১৮৯৮ সালের এই দিনে রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদের জন্ম।
  • ১৯১৮ সালের এই দিনে চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।
  • ১৯১৮ সালের এই দিনে ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।
  • ১৯২৬ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার জন্মগ্রহণ করেন।
  • ১৯৪৩ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সাথে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পন করে।
  • ১৯৪৪ সালের এই দিনে আনে ফ্যাঙ্ক ও তাঁর পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়।
  • ১৯৫৫ সালের এই দিনে গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।
  • ১৯৬২ সালের এই দিনে মার্কিন কবি ই ই কামিংসের মৃত্যু।
  • ১৯৬৩ সালের এই দিনে আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিসের মৃত্যু।
  • ১৯৬৪ সালের এই দিনে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়।
  • ১৯৬৯ সালের এই দিনে ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিনের মৃত্যু।
  • ১৯৭১ সালের এই দিনে কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
  • ১৯৭১ সালের এই দিনে ভারতের লেখক কিরণ দেশাই জন্মগ্রহণ করেন।
  • ১৯৭৬ সালের এই দিনে ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।
  • ১৯৮৭ সালের এই দিনে বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়।
  • ২০০৭ সালের এই দিনে দুর্নীতির মামলায় গ্রেফতার হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ