আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ১৪ আগস্ট ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১০:৫৯

ঢাকা, ১৪ আগস্ট, এবিনিউজ : আজ ১৪ আগস্ট ২০১৮ এবং ৩০ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১২৫৭ সালের এই দিনে জাপান সম্রাট হানাজোনোর জন্ম।

 

  • ১৪৩৩ সালের এই দিনে পর্তুগালের রাজা প্রথম জোহানের মৃত্যু হয়।

 

  • ১৪৩৭ সালের এই দিনে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।

 

  • ১৫৫১ সালের এই দিনে তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।

 

  • ১৫৮৫ সালের এই দিনে রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।

 

  • ১৭৬২ সালের এই দিনে ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।

 

  • ১৭৯০ সালের এই দিনে সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে।

 

  • ১৮২৫ সালের এই দিনে বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নীরিক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিস্কার করতে সক্ষম হন।

 

  • ১৮৪৮ সালের এই দিনে গঠিত হয় ওরেগন এলাকা।

 

  • ১৮৬৭ সালের এই দিনে নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দির জন্ম।

 

  • ১৮৮৫ সালের এই দিনে জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।

 

  • ১৯০০ সালের এই দিনে দু হাজার মার্কিন নৌ-সেনার অবতরণ ও পিংকি দখলের মধ্য দিয়ে বক্সার বিদ্রোহের অবসান।

 

  • ১৯১২ সালের এই দিনে মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।

 

  • ১৯৩১ সালের এই দিনে ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণির দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।

 

  • ১৯৩৫ সালের এই দিনে নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরির মৃত্যু।

 

  • ১৯৪১ সালের এই দিনে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে পরিচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।

 

  • ১৯৪১ সালের এই দিনে নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ের মৃত্যু।

 

  • ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।

 

  • ১৯৪৭ সালের এই দিনে ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়। সেই থেকে আজকের দিনে দেশটি স্বাধীনতা দিবস পালন করে।

 

  • ১৯৫৬ সালের এই দিনে জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু।

 

  • ১৯৫৮ সালের এই দিনে ফরাসী পদার্থবিদ ফ্রেডেরিক জুলিও কুরির মৃত্যু।

 

  • ১৯৭২ সালের এই দিনে ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁর মৃত্যু।


এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ