আজকের শিরোনাম :

আজকের দিনের ইতিহাস: ১০ আগস্ট ২০১৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ০৯:৩২

ঢাকা, ১০ আগস্ট, এবিনিউজ : আজ ১০ আগস্ট ২০১৮ এবং ২৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৬৭৫ সালের এই দিনে রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
  • ১৭৪০ সালের এই দিনে ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ডের জন্ম।
  • ১৮২১ সালের এই দিনে মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
  • ১৮৬০ সালের এই দিনে ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৪ সালের এই দিনে আমেরিকার ৩১তম প্রেসিডেন্ট হারবার্ট হুবার জন্মগ্রহণ করেন।
  • ১৯০২ সালের এই দিনে নোবেল জয়ী (১৯৪৮) সুইডিশ রসায়নবিদ আর্নে তিসেলিউসের জন্ম।
  • ১৯১১ সালের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
  • ১৯১৩ সালের এই দিনে বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয় ।
  • ১৯১৩ সালের এই দিনে পদার্থবিদ্যায় নোবেলজয়ী [১৯৮৯] জার্মান বিজ্ঞানী ভোলফ্গাঙ্গ পলের জন্ম।
  • ১৯১৪ সালের এই দিনে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯১৭ সালের এই দিনে ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর জন্ম।
  • ১৯২০ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ।
  • ১৯২৩ সালের এই দিনে শিল্পী এসএম সুলতানের জন্ম।
  • ১৯৩৭ সালের এই দিনে চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে ।
  • ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
  • ১৯৮০ সালের এই দিনে পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খান মৃত্যুবরণ করেন।
  • ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয় ।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ