আজকের শিরোনাম :

বড় পুকুরিয়া কয়লা খনি গেইট সংলগ্ন বিক্ষোভ ও মিছিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ২০:৫৫

পার্বতীপুর (দিনাজপুর), ০৭ আগস্ট, এবিনিউজ : বড় পুকুরিয়া কয়লা খনি কয়লা কেলেঙ্কারীর ঘটনায় কোম্পানীর সচিবসহ নিরঅপরাধ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খনি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় খনির কনভেয়ার বেল্টের নিচে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুিষ্ঠত হয়।

আরিফুল ইসলাম সুমনের নেতৃত্বে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বড়পুকুরিয়া কয়লা খনির কোম্পানীর সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ নিরঅপরাধ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসী ও ব্যবসায়ীরা ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে আরিফুল ইসলাম সুমন বলেন, নিরঅপরাধ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দূর্র্ণীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। সেই সাথে অসহায় নিরঅপরাধ কর্মকর্তাদের স্ব-স্ব পদে ফিরে আসার আহবান জানান। সংবাদ সংগ্রহের জন্য ইলেক্ট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী ও গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। 

এবিএন/এম জলিল সরকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ