আজকের শিরোনাম :

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩২ জেলে আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১৪:৪৭

ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে প্রশাসনের যৌথ অভিযানে নৌকা, জাল ও মাছসহ ৩২ জেলেকে আটক করা হয়।

আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর শনিবার মা ইলিশ সংরক্ষণ ও রক্ষার অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ ও তজুমদ্দিন আউটপোস্টের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জমির হোসেন (চীফ পেটি অফিসার) এর নেতৃত্বে মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় মাছ শিকারের দায়ে ৪টি নৌকা, ৩০ হাজার মিটার জাল, ৫০ কেজি মা ইলিশ ও ৩২ জেলেকে আটক করেন।

পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ শিশুকে মুচলেখা রেখে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করেন এবং অপ্রাপ্ত বয়স হওয়ায় ১১ জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেন।

এছাড়া বাকী ১৮ জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা বলে ১ বছর করে বিনাশ্রম করাদন্ডের রায় দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।

এবিএন/চপল রায়/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ