আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দিল স্বামী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১২:১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে স্বামীসহ পরিবারের লোকজন।

অবশেষে শিশু সন্তান নিয়ে গৃহবধু আরিফা বেগম পিত্রালয়ে মানবেতর জীবন যাপন। অতঃপর আদালতে মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর /২০১৮  তারিখে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের মৃত্যু আব্দুল হালিমের কন্যা আরিফা বেগম এর সাথে প্রতিবেশি ওসমান শেখের পুত্র মাসুম শেখের মুসলিম রীতি রেওয়াজ মোতাবেক ৬ লাখ টাকা দেনমোহর র্ধায করে রেজিট্্িরকৃত বিবাহ সম্পন্ন হয়।এবং স্বামী মাসুম শেখের বাড়ীতে ঘর সংসার করা কালিন আরিফার র্গভে মাসুমের সন্তান ধারণ করে।তার পরও মাসুম নানা অজুহাতে আরিফাকে ২ লাখ টাকা যৌতুক হিসেবে চাপ প্রয়োগ করিয়া মান্সিক ও শারীরিক ভাবে নির্যাতন করলেও মুখ বুজে সহ্য করে ঘর সংসার করে আসছে।

এক পর্যায়ে যৌতুক দিতে অস্বীকার করলে অন্তঃসত্তা গৃহবধূকে বাড়ী থেকে বেড় করে দেয়। নিরুপায় হয়ে অসহায় আরিফা বেগম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গোবিন্দগঞ্জ(চৌকি)এ যৌতুক নিরোধ আইন-২০১৮ এর ৩ ধারায় একটি সিআর মামলা দায়ের করেন।সি আর নং-১৪৩/১৯।

এদিকে অন্তঃসত্তা আরিফা বেগম পিত্রালয়ে গত ০৭-০৮-২০১৯ ইং তারিখে ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করেন। বর্তমানে আরিফা বেগম ও শিশু পুত্র কে নিয়ে পিত্রালয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এবিএন/তাজুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ