আজকের শিরোনাম :

ছাত্র-ছাত্রীদের ৯ দফা দাবি মেনে নেওয়ায়

বড়াইগ্রামে শিক্ষার্থীদের শোভাযাত্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ১৬:১৬

বড়াইগ্রাম (নাটোর) , ০৭ আগস্ট, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও শোভাযাত্রা করেছে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ৯ দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা ওই শোভাযাত্রা করে। 

উপজেলা সদর বনপাড়ায় পাবনা-নাটোর মহাসড়কে বনপাড়া কলেজ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অর্নাস কলেজ, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বেগম রোকেয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ, রাজাপুর অর্নাস কলেজ, রাজাপুর উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী তীব্র রোদ ও গরম উপেক্ষা করে মানববন্ধন ও শোভাযাত্রা করে।

এসময় বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পরিমল কুমার দাস, অধ্যক্ষ আনম ফরিদুজ্জামান, অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক, অধ্যক্ষ ফা. লাজারুশ রোজারিও, প্রধান শিক্ষন নাজমা রহমান, আশরাফুল ইসলাম স্বপন, সামছুর রহমান শাহীন প্রমুখ। 

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ