আজকের শিরোনাম :

তেঁতুলিয়ায় সরকারি বাসভবনে চুরি করতে গিয়ে যুবক আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১০:৩৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্ত্বরের সরকারি বাসভবনে চুরি করতে গিয়ে জসিম উদ্দীন নামের এক যুবককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবাসিক বাসভবনে চুরির সময় তাকে আটক করা হয়।

দন্ডপ্রাপ্ত জসিম উদ্দীন পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় এলাকার আমবাড়ি গ্রামের জাহের আলী খাঁ'র পুত্র।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বাসভবনে চুরির উদ্দেশ্যে অনুপ্রবেশের সময় স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় জসিমকে হাতেনাতে আটক করে।

পরে প্রশাসনকে জানালে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতে জসিমকে দন্ডবিধি, ১৮৬০ এর ৩৫৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ