আজকের শিরোনাম :

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ১৯:০৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাস্ক না পরা ও যানবাহনের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ১৭ জনের কাছ থেকে ০৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাসার বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান চালানো হয়।


ভ্রাম্যমাণ আদালত মাস্ক ছাড়া বাহিরে ঘোরাফেরা করায় সংক্রামণ ব্যাধি নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ১৮৬০ এর ১৮৮ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এই জরিমানা আদায় করে। পাশাপাশি সবাইকে এই করোনাকালে মাস্ক পরে ঘরের বাহিরে বের হওয়ার নির্দেশ প্রদান করে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনয়া সহযোগিতা করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম  রাসেল ও কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।


এবিএন/ধ্রুব রঞ্জন দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ