আজকের শিরোনাম :

বঙ্গবন্ধুর আর্দশকে সত্যিকারভাবে লালন করতে হবে: এইচ.এম.জসিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১৮:৫৮ | আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৯:২৪

বঙ্গবন্ধুর আর্দশকে সত্যিকার ভাবে লালন করতে হবে। বঙ্গবন্ধুর আর্দশ আমাদের চিরন্তর প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে বেথইর সরকারি প্রাথ. বিদ্যালয় মাঠে কটিয়াদী পৌরসভার ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথাগুলো বলেন, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক, লেখক ও সংগঠক হামিদ মোহাম্মদ জসিম।

তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এই সংগঠনের নেতা হওয়া মানে জনগনের নেতা হওয়া। তিনি আশা ব্যক্ত করেন, সম্মেলনের মাধ্যমে সৃষ্ট নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। সম্মেলনকে ঘিরে কটিয়াদী উপজেলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে যে প্রাণ চাঞ্চলতা সৃষ্টি হয়েছে তার জন্য যথাসময়ে এ উদ্যোগ গ্রহণ করায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 কটিয়াদী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাজী মো. এমদাদ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. দিলীপ কুমার ঘোষ, মেয়র শওকত উসমান, আওয়ামী লীগ নেতা ও কটিয়াদী পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা ও কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম বিএসসি,

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান তাহের, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, আওয়ামী লীগ নেতা আবু ইছা মঞ্জিল, আওয়ামী লীগ নেতা ও প্রভাষক মাশুক ইবনে আজিজ, মুমরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাচ্চু, কটিয়াদী সরকারি কলেজের সাবেক জিএস নূরুল ইসলাম বাচ্চু, কটিয়াদী সরকারি কলেজের সাবেক এজিএস রফিকুল ইসলাম রেনু, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: দুলাল মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা দীন ইসলাম প্রমুখ।

সম্মলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনের সভাপতিত্ব করেন কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি আলাদ্দিন আলা। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান হামিদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

এবিএন/ধ্রুব রঞ্জন দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ