আজকের শিরোনাম :

‘নাগরিক সমাজ পাটুয়াভাঙ্গা ইউনিয়ন’র আত্মপ্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১৫:১৯ | আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৫:৫৮

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ‘নাগরিক সমাজ পাটুয়াভাঙ্গা ইউনিয়ন’ নামে মানবিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

এই সামাজিক সংগঠনটি এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পরামর্শ গ্রহণ ও মতবিনিময় করে।

সমাজে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করবে বলে জানায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আবদুর রহিম, আনন্দমোহন কলেজের সহকারী অধ্যাপক আবদুর রব খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইমরুল হাসান মাহফুজ। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের একাশের সঙ্গে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন, শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবদুস সামাদ, পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আহাদ, সাবেক শিক্ষক মুজিবুর রহমান আকন্দ, ব্যবসায়ী ফরিদ উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ ছাড়া শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাকি অংশে পরবর্তী  সময় মতবিনিময়, পরামর্শ গ্রহণ করা হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ